লিডারশিপ কি ?

———————-
লিডারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক । কি ছাত্র, কি বিজনেসম্যান, কি কর্পোরেট এমপ্লয়ী সবার জন্যই লিডারশিপ গুন্ থাকাটা তাদের জন্য একটি এক্সট্রা অর্ডিনারি বিষয় । চাইলেই সবাই নেতা হতে পারে না, এর জন্য তার ভিতরে থাকতে হবে কিছু এক্সট্রা অর্ডিনারি গুণাবলী, তবে সবাই তাকে ফলো করবে, তার কথা শুনবে, তার দিকে তাকিয়ে থাকবে ।
১। আপনাকে অবশ্যই একজন ভালো লিসেনার হতে হবে
লিডারশিপ এর অন্যতম ধাপ এটি, আপনি যদি একজন ভালো লিডার হতে চান তবে অবশ্যই আপনাকে আপনার কাজ সংশ্লিষ্ট সবার কোথায় খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, এটলিস্ট যার সাথে কথা বলছেন সে যেন বোঝে যে আপনি তাকে খুব গুরুত্ব দিচ্ছেন, দেখবেন সে আপনার ভক্ত হয়ে গেছে।
২। সর্বদা হাসি মুখে এনার্জেটিক ভাবে থাকুন
মনে রাখবেন আপনার অধনস্থ সবাই সর্বদায় আপনার মুখ চেয়ে থাকবে । আপনি যদি এনার্জেটিক না হন তবে তারা এনার্জি কোথা থেকে পাবে । ধরুন আপনার কোম্পানির অবস্থা খুব একটা ভালো না আর সে জন্য আপনার মন খারাপ, আর এই বিষয়টা যদি আপনার অধনস্থ মানুষগুলো বুঝতে পারে তবে অবস্থা খুব খারাপ হয়ে যাবে , কারণ সবাই তখন টেনশন করবে কি হবে না হবে । আর এই টেনশন করতে করতে তারা তাদের কাজের স্পিড নষ্ট করে ফেলবে । তাই অবশ্যই আপনাকে উক্ত বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে
৩। আপনার অধ্যস্তদের ছোট ছোট কাজের প্রশংসা করুন
আপনার আন্ডারে যারা কাজ করছেন তাদের নির্ধারিত কাজ শেষ হলে তাদের সেই কাজের প্রাপ্যতা অনুসারে তাদের প্রশংসা করতে ভুলবেন না, এতে করে তাদের কাজের স্পিড আরো বেড়ে যায় ।
৪। সবকাজেই আপনাকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে
আপনাকে সর্বদায় কনফিডেন্ট হতে হবে এবং আপনার টিমকে সামনে থেকে নেতৃত্ব প্রদান করতে হবে । মনে রাখবেন নতুন রাস্তায় সবাই হাটতে পারে না, কিন্তু আপনি একবার এই রাস্তায় হাটা শুরু করলে সবাই তখন আপনাকে অনুসরণ করবে, আর এই ভাবেই আপনার নেতৃত্ব গুন্ ব্যবহার করে আপনার অধ্যস্তদের দিয়ে অসম্ভব কাজকেও সম্ভব করে ফেলতে পারবেন ।