ছবিটি মনযোগ দিয়ে দেখেছেন?
এক ভাই অফিস শেষ করে সে তার বাসায় ফিরছিলেন! সিঁড়ি দিয়ে উঠার সময় দেখে ছোট্ট একটি মেয়ে মোবাইল এ কার্টুন দেখছে! তাকে জিজ্ঞেস করা হলো তুমি এখানে কেন বসে আছো???
ছোট্ট শিশুটি উত্তর দিলো, ” স্যার আমার মা এই বাসায় কাজ করে।”
সেই সময় ছোট্ট শিশুটির মা বেরিয়ে আসলো! মেয়েটার মাকে জিজ্ঞেস করলো মেয়েটাকে কেন বাইরে বসিয়ে রাখেন? মেয়েটার মা তখন বলল স্যার আমি তো কাজের বুয়া আর কাজের বুয়ার ছেলেমেয়েদের স্যারদের ঘরে ঢোকা নিষেধ!!!
ওনাকে জিজ্ঞেস করলাম,” তো আপনি এখানে কত ঘন্টা কাজ করেন ?
উনি বলল ,”স্যার আমি তিনটা বাসায় কাজ করি আর চার ঘণ্টা করে প্রত্যেকটা বাসায় কাজ করতে হয়।”
ভাই উনাকে আবারও প্রশ্ন করল, “প্রত্যেকটা ঘরের বাইরে কি আপনার মেয়েকে রাখেন?
উনি বলল , “না!! দুইটা ঘরের বাইরে আমার মেয়েকে বসিয়ে রাখি আর একটা ঘরে আমার মেয়েকে ঢুকতে দেয়!!! ”
কি আশ্চর্য লাগছে তাইনা??? কিন্তু এটাই বাস্তবতা। আমরা অনেকেই অনেক পড়াশোনা করে শিক্ষিত হই বটে… কিন্তু তা সার্টিফিকেট অর্জনের জন্য। মন ও মনন থেকে মানবিক শিক্ষায় শিক্ষিত আমরা হতে পারিনি।
এটা তো কিছুই না। প্রায়ই নিউজ আসে কাজের মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে জনৈক বাসার মালিক বা গৃহিণী।
আমাদের বিবেক জাগ্রত হোক। পৃথিবীটা হোক
সবার জন্য।