পর্ব: ১

আমার নাম তনু। আজ আমার বিয়ে হয়েছে
বাবার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আমার
প্রথম রাত।
নতুন মানুষ … নতুন মুখ।
বিয়ে ঠিক হয়েছে মাত্র ১২ দিন আগে।
হুটহাট বিয়েটা হয়ে গেলো। তারা প্রস্তাব
দিলো আব্বার পছন্দ হলো বিয়ে হয়ে
গেলো। অর্থাৎ আমার বিয়ে হলো এরেঞ্জড
ম্যারেজ ……একটু সময় ও পাই নাই জামাই এর
সাথে বিয়ের আগে দুই একটা কথা বলার…
আমাকে কিছুক্ষণ আগে আমার ননদ আর
ইফতি মানে আমার স্বামীর ভাবী আমার
রুমে রেখে গেলো। এত ভারী ভারী গহনা
আর শাড়ি পড়ে আমি কাহিল। ভাবতেই
আওয়াজ পেলাম ঘরে কেউ ঢুকছে।
ইফতি ঘরে ঢুকেই প্রথম কথা বলল
-আয় হায় তনু তুমি এখনো শাড়ি গহনা পড়ে
আছো? ফ্রেশ হউ নাই কেন?
-জ্বী হবো এখন।
-আচ্ছা শুনো আমাকে আপনে করে বইলো
না। আমি আগে ফ্রেশ হতে যাবো নাকি
তুমি আগে ফ্রেশ হবা?
ঘরের সাথে এটাচড বাথরুম … নতুন বৌ আমি
এমনেই লজ্জা লাগছে আমি কি বা উত্তর
দিতাম?
-আপনি যান।
-আবার আপনি?
-সরি একটু সময় লাগবে।
-হাহাহাহা আচ্ছা। সময় নেও …তুমি গহনা
খুলতে খুলতে আমি ফ্রেশ হয়ে যাবো।
-আচ্ছা।
ইফতি ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেলো।
আমি খুব বোর হচ্ছিলাম…
ইফতি ফ্রেশ হয়ে বের হয়ে বলল
-যাও তনু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে
পড়ো অনেক সকালে উঠতে হবে।
আমি টাওয়াল হাতে নিয়ে বাথরুমে
গেলাম। কাল আমাদের সকালে উঠতে হবে
কারণ ভোর বেলা আমাদের কক্সবাজার এর
যাত্রা শুরু হবে .. আমি আর ইফতিই যাবো।
বিয়ের পর স্বামীর সাথে একান্তে ঘুরতে
যাওয়াকে হানিমুন বলে .. আমি ও কাল
হানিমুনে যাবো। কিন্তু কক্সবাজার ই
কেন?
এই কক্সবাজারে আমার অনেক স্মৃতি …মন
খারাপের স্মৃতি .…
খুব বড় দীর্ঘনিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে
নিলাম। শাড়ি চুরি গহনা খুলে এখন অনেক
শান্তি লাগছে।
বের হয়ে দেখলাম ইফতি আমাদের ব্যাগ
গুছাচ্ছে। আমি ও ওকে হেল্প করলাম ব্যাগ
গুছাতে। ইফতি অনেক হাসিখুশি এই
জিনিসটা আমার খুব পছন্দ। হেসে হেসে
কথা বলে তাছাড়া ও চাইসে আমি ওর
সাথে একটু ফ্রি হই তাই ব্যাগ গুছানোর সময়
সে অনেক হাসির কথা বলে আমাকে
স্বাভাবিক করতে চাচ্ছিলো। সব কাজ শেষ
হলো পরে ইফতি আমার হাত ধরলো.… ধরে
বলল
– তনু আজ তোমার মন খারাপ থাকাটা
স্বাভাবিক। তুমি আজ ঘুমাও। আমরা কাল
ঘুরতে যাবো। ঘুম ঠিক মত না হলে তোমার
খারাপ লাগবে।
-ঠিকাছে।
আমরা শুয়ে পড়লাম। একটু লজ্জা
লাগছিলো… ইফতি আমার পেটে হাত রেখে
শুয়ে পড়লো। আমি আসলেই খুব লজ্জা
পাচ্ছিলাম। শুয়ে হঠাৎ ইফতি কে জিজ্ঞেস
করলাম
-আচ্ছা ইফতি সব রেখে কক্সবাজার ই
কেনো যাচ্ছি আমরা?
-কারণ সমুদ্র সুন্দর। তুমি যাও নি?
-গিয়েছিলাম।
-তাহলে এখন যেতে চাইসো না যে? সমুদ্র
তোমার ভালো লাগে না?
-লাগে কিন্তু ঐখানে একটা ঘটনা
ঘটেছিলো তাই আমি ……
,
চলবে………