সবাই সফটওয়্যার ইন্জিনিয়ার হতে চায়। কিন্তু কথা সেটা না। কথা হলো, এক মার্কেটে দোকান দিলেই কি আর সবার ব্যবসা সমান জমে! যারা শুধুমাত্র ‘অনেক টাকা বেতন’ এই টাইপ মোটিভেশন পেয়ে কম্পিউটার সায়েন্সে পড়তে আসে তাদের আগে থেকে সাবধান করে দেয়া দরকার।
যারা জটিল লজিক নিয়ে চিন্তা করা, কোড করে সমাধান করা, ধৈর্য ধরে প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আয়ত্ব এইসব ব্যাপারগুলোকে প্যারা মনে করে তাদের জন্য এই ফিল্ডে শুধুই প্যারা, আর যারা এই জিনিসগুলোকে আপন করে নিতে পারে, ভালোবাসে, তাদের জন্য কোনো প্যারা নাই, টাকারও কোনো অভাব নাই। সর্বোপরি, একটা অসাধারণ লাইফ হবে আপনার, সন্দেহাতীতভাবে।
প্রতিদিনই দেখি কেউ না কেউ বাইরে চলে যাচ্ছে। কেউ ডাবলিনে গিয়ে বাড়ি কিনছে। কেউ বার্লিনে গিয়ে মার্সিডিজ কিনছে। কেউ সিয়াটলে স্যাটেল হচ্ছে। কেউ পছন্দের মানুষের সাথে আইফেল টাওয়ারের সামনে পোজ দিচ্ছে। দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছে। তাদের দুই-এক বছর আগের ছবিগুলো দেইখেন। মলিন মুখ আর স্বপ্নভরা দুটি নির্ঘুম চোখ লেপ্টে আছে ছোট্ট একটা পিসির স্ক্রিনে। ঈমানে বলছি, দুটি ছবি কোনোভাবে মিলাতে পারবেন না।