এক স্বামী তার স্ত্রীর কাছ থেকে ২৫০ টাকা ধার নিলো।
তার কিছুদিন পর আবার ২৫০ টাকা ধার নিলো।
তার কিছুদিন পর স্ত্রী তার স্বামীর কাছে পাওনা টাকা চাইলো।
স্বামী জিজ্ঞেস করলো কত হয়েছে?
স্ত্রী বলল ৪,১০০ টাকা !
স্বামী জিজ্ঞেস করলো- কিভাবে??
স্ত্রী খাতায় লিখে ঠিক এভাবেই হিসেব দিলো-
২ ৫ ০ টাকা
+২ ৫ ০ টাকা
—————————– ———
মোট- ৪ ১০ ০ টাকা
স্বামী হতবাক হয়ে ভাবতে লাগলো কোন স্কুলে পড়েছে কে জানে!!
স্বামী বুদ্ধি খাটিয়ে ভেবে দেখলো যে,ও যেভাবে গণিত শিখেছে ওকে সেভাবেই শোধ দিতে হবে।
সে ১০০ টাকা দিয়ে স্ত্রীকে দিয়ে জিজ্ঞেস করল আর কতো পাবে খাতায় হিসেব করে দেখাও।
স্ত্রী ঠিক আগের মতো হিসাব করল-
৪ ১ ০ ০ টাকা
– ১ ০ ০ টাকা
————————
৪ টাকা
স্ত্রীকে ৪ টাকা দিয়ে স্বামী বললো হিসাব বরাবর!!
দুজনেই এভাবে আনন্দিত হয়ে জীবন অতিবাহিত করতে লাগল।
কিন্তু,মাঝখান থেকে গণিতের মৃত্যু হয়ে গেল।
#সংগৃহীত