– কেমন আছো ( কলি)
– এই তো যেমন ছিলাম তেমনিই আছি
(রায়হান)
– পাল্টাও নি তুমি আগের মতোই আছো
– হম তেমনই আছি কারণ আমি তো আর
স্বার্থপর হতে পারিনি তাই পরিবর্তন
হয়নি
– এরকম বলছ কেন
– কারণটা তুমি জানোই নতুন করে তো বলার
কিছু দেখি না
– এখনো কি মিস করো
– যদি বলো এখনো কি নিঃশ্বাস নেই উত্তর
হবে হ্যা যদি বলো মিস করো কিনা উত্তর
হবে হ্যা
– নতুন করে কেন জীবনটা শুরু করছ না
– বড্ড ভয় লাগে
– কেন
– যাকে নিয়ে নতুন করে শুরু করবো সেও যদি
তোমার মতো ধোকাবাজ হয় ৷
কলি আর কিছু বললো না, বলার মতো ভাষা
তার নেই কারণ সে সত্যিই স্বার্থপর ৷
( ১ বছর আগে )
– এইটা কি (কলি)
– গোলাপফুল কেন তোর গোলাপ ভালো
লাগে না ( রায়হান)
– আমি কি বলেছি ভালো লাগেনি
– তাহলে
– তাহলে কি রোজ রোজ তুই এতো ফুল পাস
কই
– এইটা ভালোবাসার ফুল এমনিতেই তৈরি
হয় তুই বুঝবি না
– তাই
– হম
এভাবে চলতো নিজেদের লুকোচুরি
ভালোবাসা, সম্পর্কে কাজিন হতো তাই
প্রেমটাও খুব সহজেই হয়ে গিয়েছিলো ৷
সত্যি বলতে কি সহজে পাওয়া জিনিস
কখনো টেকেনা বেশিদিন এই সম্পর্কটাও
ঠিকলো না ৷ ভেঙে গেলো সম্পর্কটা এতো
সপ্ন এতো আশা সব খেলাঘরের মতো ভেঙে
গেলো টাকাওলাকে দেখে ভুলে গেলো,
বিয়ে করে নিলো, নতুন জীবন শুরু করলো,
যেখানে আমার অস্তিত শুধু একজন চাচাতো
ভাই ছাড়া কিছুই নয় ৷ আচ্ছা সব মেয়েরাই
কি এমন হয়, স্বার্থপর লোভী ৷
মেয়েটা নতুন জীবনে বেশ ভালোই আছে
ছেলেটা হয়ত মেয়েটাকে মিস করবে আর
নিকোটিনের ধোয়ায় নিজের কষ্টগুলো
উড়িয়ে দিয়ে নতুন করে জীবন শুরু করবে ৷
এভাবে চলে সমাজ, এভাবে প্রত্যেকটা
সম্পর্ক তৈরি হয় ভেঙে যায় ৷ সময় পাল্টায়
সেই সাথে সব আবেগ মুছে গিয়ে নতুন করে
জীবন শুরু হয় ৷
কিন্তু মাঝে থেকে যায় কিছু সময় যেটা
কখনো কখনো মনে পড়ে অনেক কাদাঁয় ৷
এভাবেই জীবন চলে , চলছে, চলবে এজীবন
থামবার নয় ৷